সম্পত্তি নিয়ে বিবাদের জেলে ভাইপোলের হাতে আক্রান্ত হলেন কাকা। ক্যানিং থানার বয়ার শিং গ্রামের ঘটনা। মঙ্গলবার সন্ধ্যায় ভাইপোদের হাতে আক্রান্ত হয় মুজিবর আখন্দ নামে এক ব্যক্তি। ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়া এলাকায়। পুলিশ মজিবর কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহাকুমা হাসপাতলে নিয়ে আসে।