বসিরহাট ১: বসিরহাটে এসপি-র গাড়ির ধাক্কা: ৭ জন গুরুতর আহত, চালকের বিরুদ্ধে মদ্যপ থাকার অভিযোগ
বসিরহাটে পুলিশ সুপারের (এসপি) গাড়ির ধাক্কায় যাত্রীবোঝাই অটোর সঙ্গে সংঘর্ষে তীব্র উত্তেজনা ছড়াল। আর শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ আমিনিয়া মাদ্রাসার সামনে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় জনতা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ভিআইপি গাড়ির চালক মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে অটোতে ধাক্কা মারেন। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ মানুষজন ঘাতক গাড়িটি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বসিরহাট থানার আইসি। পুলিশ আধিকারিকরা স্