নাবালিকার ইচ্ছের বিরুদ্ধে বিয়ের ব্যবস্থা! বিয়ে না করেই সটান থানায় হাজির ওই নাবালিকা। মুর্শিদাবাদের কান্দি থানা আইসি মৃণাল সেনার কাছে চলে আসেন ওই নাবালিকা এবং এসে তার কথাগুলো জানান এবং সঙ্গে সঙ্গে কান্দি থানার আইসি না তিনি বলেন ওই নাবালিকার পড়াশোনার দায়িত্ব নেন এবং তিনি খরচ চালাবেন।