কলকাতা: কলকাতার বেশ কয়েকটি পূজা উদ্বোধন করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ
কালীপুজোর প্রাঙ্গণে। রামমোহন রায় রোড তরুণ সংঘ, উদ্যোগ, গিরীশ পার্ক স্পোর্টিং ক্লাব, জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি, আমহার্স্ট স্ট্রিট সার্বজনীন, আমহার্স্ট স্ট্রিট সম্মিলিত সার্বজনীন, নগেন্দ্র মঠ। কলকাতায় ফিরেছি আজই। তারপর এই পুজো উদ্যোক্তা ও পুজো উদ্বোধনে দেখা গেল কুনাল ঘোষকে।