কুলপি: জুমাই নস্কর এলাকায় তৈরি হবে শুইলিসগেট, পরিদর্শন করলেন বিধায়ক, বিডিও ,ইরিগেশন এসডিও
দক্ষিণ 24 পরগনা কুলপি বিধানসভার জুবায় নস্কর এলাকায় তৈরি হবে শুইলি গেট জল নিকাশি জন্য এই অত্যাধুনিক মানুষ গেট তৈরি করা হবে তারই পরিদর্শন করলেন বেশ বৃহস্পতিবার কুলপি বিধানসভার বিধায়ক কুলপি ব্লক আধিকারিক ইরিগেশন ডিপার্টমেন্টে এসডিও এলাকার জনপ্রতিনিধ পাশাপাশি এলাকার রাস্তা পরিদর্শন করেন খুব শিগগিরই কাজ হবে তারই প্রথম পর্যায়ে পরিদর্শন করা হয় বলে জানা যায়