দিনহাটা ২: বামনহাটে হঠাৎ সাইকেল আরোহীর উপর অতর্কিত হামলা, গুরুতর জখম হয়ে ভর্তি BPHC তে
বামনহাটে হঠাৎ সাইকেল আরোহীর উপর অতর্কিত হামলা, গুরুতর জখম হয়ে ভর্তি BPHC তে। শনিবার রাত আনুমানিক ৯টা নাগাদ বামনহাট থেকে বাজার সেরে বাড়ি ফিরছিলেন উত্তর লাউচাপড়া গ্রামের লুৎফর রহমান। বামনহাট চৌপথি থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তার মাঝে ঢোলপার সংলগ্ন এলাকায় রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় দুজন ব্যক্তিকে। সে সাইট দিয়ে যাওয়ার জন্য সাইকেলের বেল বাজায় আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রাস্তায় থাকা ব্যক্তিরা, সাইকেলের বেল বাজানো মাত্রই তার সাইকেল