দিনহাটা ১: ধর্ষণনে অভিযোগে বড়ভিটা এলাকার এক ব্যক্তির জেল হেফাজত
ধর্ষণনে অভিযোগে বড়ভিটা এলাকার এক ব্যক্তির জেল হেফাজত। শনিবার বিকেল পাঁচটা নাগাদ দিনহাটা আদালত সূত্রে জানা গিয়েছে, দিনহাটা থানার পুলিশ গতকাল রাতে বড়ভিটা এলাকার বিনয় বর্মন নামের এক ব্যক্তিকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার করে। এদিন তাকে দিনহাটা আদালতে পেশ করে বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ২১/১১/২০২৫ ফের আদালতে পেশ