তমলুক: DYFI ডিমারী লোকাল কমিটির ডাকে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মথুরী ২ নং প্রাথমিক বিদ্যালযে,উপস্থিত জেলা সম্পাদক
DYFI ডিমারী লোকাল কমিটির আহ্বানে থ্যালাসেমিয়া ও মুমূর্ষু রোগীর সাহায্যার্থে ও উৎসব কালীন রক্তের সংকট নিরসনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মথুরী ২ নং প্রাথমিক বিদ্যালয়ে। তমলুক জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্রহ করে বলে জানা গেছে।উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা DYFI জেলার সম্পাদক ইব্রাহিম আলী সহ অন্যান্য নেতৃত্ব গন