বহরমপুর: রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ যুবক, উৎকন্ঠায় পরিবার,বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের
চলছে তল্লাশি
এক যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাজছে বহরমপুরে। গত শুক্রবার রাতে বাড়ি থেকেই নিখোঁজ হয়ে যাই বহরমপুর থানার নিয়াল্লিশ উপরডিহা পিঠারপুকুর এলাকার বাসিন্দা মোশারফ সেক, ঐদিন রাত্রের নিজের ঘরে ঘুমোতে যাওয়ার পর পরিবারের লোকেরা দেখে, মোশারফ উধাও অনেক খোঁজাখুঁজি করার পরেও পাওয়া যায়নি কোন খোঁজ, অবশেষে পরিবারের লোকজন উদ্বেগ হয়ে বহরমপুর থানায় লিখিত নিখোঁজের অভিযোগ দায়ের করেছে। এদিন বিকেলে এ প্রসঙ্গে আমাদের সংবাদ প্রতিনিধির