খড়গপুর ১: প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিনে খড়গপুরে অনাথ বাচ্চাদের উপহার IIT ডিরেক্টর সুমন চক্রবর্তির,আশ্রমে সন্ধ্যা আরতি ডিরেক্টরের
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন খড়্গপুরে। খড়গপুর গোপালী আশ্রমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন কর্তৃপক্ষের। অনুষ্ঠানে উপস্থিত খড়গপুর আই আই টি ডিরেক্টর প্রফেসর সুমন চক্রবর্তী।