দুবরাজপুর পৌরসভার উদ্যোগে বুধবার থেকে ডিউস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ শুরু হয়েছে। এই টুর্নামেন্টে দুবরাজপুর পৌর এলাকার মোট ৩০টি দল অংশগ্রহণ করছে। খেলাগুলি অনুষ্ঠিত হবে দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে এবং আগামী ২৬ জানুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সূচনা হয় মোটরবাইক র্যালির মাধ্যমে, যা ইসলামপুরের মেহেদী অনুষ্ঠান ভবন থেকে শুরু হয়ে দুবরাজপুর স্পোর্টস কমপ্লেক্সে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে।