রাইপুর: সারেঙ্গার খামানীতে মহাসমারোহ, বিরল রূপে মা দুর্গার আবির্ভাব; এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা
Raipur, Bankura | Sep 30, 2025 মায়ের প্রতিমায় অভিনব চমক! শত মুখের দেবীর প্রতিমায় ফুটে উঠেছে অনন্ত রূপের আভাস। আশ্রম প্রাঙ্গণে দেবীর এই অনন্য রূপে মুগ্ধ দর্শনার্থীরা। একই সাথে অখণ্ড হরিনাম শ্রবণের আবহে মায়ের আগমন ঘটেছে আশ্রমে। সারেঙ্গা ব্লকের খামানি জগদানন্দ সন্ন্যাস আশ্রমের দুর্গোৎসব এ বছর ভক্ত ও দর্শনার্থীদের কাছে বড় আকর্ষণ। কারণ, আশ্রম প্রাঙ্গণে বিরাজ করছেন শত মুখের দেবী প্রতিমা। গত বছর যেখানে সহস্রহাতের দেবী প্রতিমা সাড়া ফেলেছিল, এবছর সেই জায়গা নিয়েছে দেবীর শত মুখের অভিনব রূপ