রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিকেলের এমআরআই নিয়ে ভুয়ো পোস্ট ভাইরাল,সাইবার ক্রাইম থানায় অভিযোগ করল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ
রায়গঞ্জ মেডিকেল কলেজের এমআরআই মেশিন নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভুয়ো পোস্ট ভাইরাল হওয়ার পর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে এমএসভিপি ডক্টর প্রিয়ঙ্কর রায় জানান, রায়গঞ্জ মেডিকেলে এখনো এমআরআই মেশিন স্যাংশন হয়নি এবং বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, ভুয়ো তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।