গাজোল: মহা নবমী পূর্ণ তিথিতে গাজোল হাতিমারি গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি করেন বিধায়ক চিন্ময় দেব বর্মন
Gazole, Maldah | Oct 1, 2025 বাঙ্গালীর সর্বশ্রেষ্ঠ দূর্গা উৎসব তাই আজ মহা নবমী পূর্ণ তিথিতে গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মনের উদ্যোগে গাজোল হাতি মারি গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বুধবার বেলা এক টা নাগাদ। গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন জানিয়েছেন আজ মহা নবমী পুজো মধ্যে অনেকেই হাসপাতালে রয়েছেন তাই তাদের মধ্যে ফল বিতরণের মধ্যে দিয়ে রোগীদের পুজোর শুভেচ্ছা জানায়। এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দে