বর্ধমান ১: দোকানের মালিকের দেওয়া সোনা আত্মসাতের অভিযোগে রাজনগর থেকে এক কারিগরকে গ্রেপ্তার করল বর্ধমান পুলিশ
ধৃতের নাম দিলীপ দলুই। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার রাজনগরে তার বাড়ি। সোমবার ভোররাতে স্থানীয় থানার সাহায্য নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোনা আত্মসাতের কথা ধৃত কবুল করেছে বলে পুলিশের দাবি। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। সোনা উদ্ধারের জন্য ধৃতকে পাঁচদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। ধৃতের তিনদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাসপুর থানারই গুডলি গ্রামের বাসিন্দা অভিজিৎ