বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় ভাঙ্গন বিজেপি কংগ্রেসে, কোচবিহারে শতাধিক যুবক যোগ দিল তৃণমূলে। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের একটি সভা অনুষ্ঠিত হয় কোচবিহার 2 নং ব্লকের মরিচবাড়ি খোলটা অঞ্চলের আমতলী হাটে। এই সভার মাধ্যমেই ওই এলাকার বিজেপি ও কংগ্রেস ছেড়ে শতাধিক যুবক যোগদান করে তৃণমূল কংগ্রেসে। এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ব্লক সভাপতি শুভঙ্কর দে। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক সহ-সভাপতি ক্ষিতীশ চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্বরা।