রাজনগর: বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হামলার প্রতিবাদে রাজনগরে পথ অবরোধ ও বিক্ষোভ দেখাল বিজেপি
বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার রাজনগরে পথ অবরোধ ও বিক্ষোভ দেখাল বিজেপি। উপস্থিত বিজেপির জেলা সম্পাদক। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির পরিদর্শনে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ আক্রান্ত হন। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। এরই প্রতিবাদে রাজনগর ব্লকের রাজনগর বাসস্ট্যান্ড ও লাউজোড় গ্রামে বিজেপি নেতাকর্মীরা পথ অবরোধ করেন এবং বিক্ষোভ দেখান।