তুফানগঞ্জ ২: মানসাই ছোট বটতলা এলাকায় ভুটভুটি গাড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত এক ব্যক্তি ,ভর্তি হাসপাতালে
ঘটনাটি শনিবার তুফানগঞ্জ দুই ব্লকের বারো কোদালি এক গ্রাম পঞ্চায়েতের মানসাই ছোট বটতলা এলাকার ঘটনা। আহত ব্যক্তির নাম মজির আলী (৬১) । তার বাড়ি মানসাই এলাকায়। জানা গেছে ওই ব্যক্তি ভুটভুটি গাড়িতে করে বাড়িতে ফিরছিলেন। ছোট বটতলা এলাকায় রাস্তার বাঁকে গাড়ি ঘুরাতেই সিটকে পড়ে যান তিনি।