বিষ্ণুপুর: বিষ্ণুপুর হাসপাতালে হাঁটু প্রতিস্থাপন করলেন ডাক্তার সমীর জানা, বিনামূল্যে এত বড় অপারেশন হওয়ায় খুশি উর্মিলা দেবী
বিষ্ণুপুর হাসপাতালে হাঁটু প্রতিস্থাপন করলেন ডাক্তার সমীর জানা। তুঁত বাড়ির বাসিন্দা ৫৫ বছরের উর্মিলা দে হাঁটুর যন্ত্রনায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। বিনা মূল্যে এতো বড়ো অপারেশন হওয়ায় খুশি ঊর্মিলা দেবীর ছেলে প্রদীপ দে।