খোয়াই: রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 17 ফুটবল প্রতিযোগিতায় জয়ী হয়েছে আগরতলা স্পোর্টস স্কুল
Khowai, Khowai | Nov 3, 2025 খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মাঠে রাজ্যভিত্তিক বিদ্যালয় অনূর্ধ্ব ১৭ বালক বিভাগের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ের খেলায় ধলাই জেলা বনাম আগরতলা স্পোর্টস স্কুল। তিন শুন্য গোলে জয়ী হয় আগরতলা স্পোর্টস স্কুল। পুরস্কার তুলে দিলেন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস।