ভাতার: ভাতার রেলস্টেশনে দীর্ঘদিনের দাবী মেনে শুরু হল পানীয় জল প্রকল্পের কাজ খুশি এলাকার মানুষ#
ভাতার রেলস্টেশনে দীর্ঘদিনের দাবী মেনে শুরু হল পানীয় জল প্রকল্পের কাজ খুশি এলাকার মানুষ। মঙ্গলবার দুটো চল্লিশ মিনিটে এক ব্যক্তি জানালেন যে, দীর্ঘ 13 বছরের সমস্যা ছিল পানীয় জলের। ইতিমধ্যে বেশ কয়েকবার ভাতার রেল স্টেশনে পানীয় জলের সমস্যার খবর পাবলিক অ্যাপে আমরা দেখিয়েছিলাম। সেই সম্প্রচার হওয়া খবরকে মান্যতা দিয়ে রেল শুরু করল পানীয় জল প্রকল্পের কাজ। পাশপাশি সন্ধ্যা হলেই নেমে আসতো অন্ধকার স্টেশন জুড়ে। সেই প্রকল্পের কাজও শুরু হল আজ থেকে।