রামপুরহাট ২: তারাপীঠের দীপান্বিতা কালী পুজোয় ভক্তের ঢল
আজ দীপান্বিতা কালীপুজো উপলক্ষে বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে সকাল থেকেই বিশেষ পুজোর আয়োজন। ভোর চারটে নাগাদ মা তারাকে স্নান করিয়ে গর্ভগৃহের দরজা খোলা হয় ভক্তদের জন্য। রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়েছে মা তারাকে। দুপুরে বিশেষ ভোগ নিবেদন করা হয়েছে, আর বিকেল থেকে শুরু হবে বিশেষ পুজো ও সন্ধ্যা আরতি। অমাবস্যা তিথি শুরু হলে নিশি রাত্রে মহা হোমযজ্ঞের আয়োজন থাকবে মন্দির ও মহাশ্মশানে। আলোর সাজে ঝলমল করছে গোটা তারাপীঠ মন্দির চত্বর।