পাঁশকুড়া: স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের ঘটনায় পাঁশকুড়া ব্লক ১২ ঘণ্টা বন্ধ ডাকল SUCIবৃহস্পতিবার বন্ধের সমর্থনে মিছিল পাঁশকুড়ায়
স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের ঘটনায় পাঁশকুড়া ১২ ঘণ্টা বন্ধ ডাকল বৃহস্পতিবার SUCI। বন্ধের সমর্থনে SUCI মিছিল পাঁশকুড়ায়। পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে গত ১৪ ই ডিসেম্বর রবিবার স্বাস্থ্যকর্মীকে জোর করে ধর্ষণ পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের হয় সেই ঘটনায় এক ফেসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করে পাঁশকুড়া থানা পুলিশ। এই ঘটনায় পাঁশকুড়া ব্লকে ১২ ঘন্টা বনধ ও জেলা জুড়ে প্রতিবাদ দিবস পালনে আহবান জানাই SUCI।সেই বন্ধের সমর্থনে হাসপাতাল এলাকায় SUCIমিছিল।