পুরুলিয়া ১: 9 লিটার অবৈধ মদ সহ টামনা রেল স্টেশন থেকে গ্রেফতার এক, ধৃতকে কোর্টে পেশ পুলিশের
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল টামনা থানার পুলিশ টামনা রেলওয়ে স্টেশন রোডের অদূর থেকে ন লিটার অবৈধ মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। জানাযায় ধৃত ব্যক্তির নাম রাহুল মাচুয়াল ,বাড়ি আড়সা থানার মুদালি গ্রামে। রবিবার দুপুরে কোর্টে পেশ করে পুলিশ।