রাইপুর: রাইপুরে তৃণমূলের বিজয়া সম্মেলন, আসন্ন ভোটের আগে সংগঠন চাঙ্গা করার বার্তা, উপস্থিত রাজ্যের মন্ত্রী
বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ছ’টা নাগাদ রাইপুর হিমঘরে অনুষ্ঠিত হল রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন। দলীয় উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর রায়, রাইপুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, রাইপুর ব্লক তৃণমূলের সভাপতি জগবন্ধু মাহাতোসহ একাধিক জেলা ও স্থানীয় নেতৃত্ব এবং জনপ্রতিনিধি।