পাড়া: সাঁওতালডি থানা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যাক্তির।
Para, Purulia | Oct 14, 2025 পুরুলিয়ার সাঁওতালডি থানা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যাক্তির। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সুভাষ চৌধুরী ওরফে পিন্টু চৌধুরী বয়েস ৪৪ বাড়ি সাঁওতালডি থানার অসুরবাঁধ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুর প্রায় দেড় টা নাগাদ সুভাষ বাবু অসুরবাঁধ গ্রাম থেকে সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপের দিকে আসছিলেন সেই সময় টাউনশিপের পাঁচ নম্বর গেট সংলগ্ন এলাকায় রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি কে প্রথমে ধাক্কা মরেন