অন্ডাল: অন্ডাল ব্লকে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে সরাসরি ধান কিনতে শিবির করলো প্রশাসন
প্রশাসনের উদ্যোগে কৃষকদের থেকে ধান কিনতে শিবির ।কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে সরাসরি ধান কিনতে শিবির করলো প্রশাসন । অন্ডাল ব্লকের খাদ্য দপ্তরের উদ্যোগে শুক্রবার বিকেল চারটের সময় শিবির হয় উখরা পঞ্চায়েতের শুকোপাড়ার । উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক বাপন সরকার সহ অন্যরা । বাপন বাবু জানান অন্ডাল ব্লকের প্রতিটি পঞ্চায়েত এলাকায় শিবির করে ধান কেনা শুরু হয়েছে ১-লা নভেম্বর থেকে । ৫ ডিসেম্বর পর্যন্ত শিবির চলবে । এদিন উখরায় শিবির থেকে ২৫০ শো কুইন্ট