জলপাইগুড়ি: পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছের একাধিক পদ দিয়ে ভোগ জলপাইগুড়ি রাজবাড়ীর দুর্গাপূজায়
দশমীর সকালে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ী মণ্ডপে পূজার আচার শুরু করেন পুরোহিত। এদিন বিশেষ ভোগে থাকছে পান্তাভাত, ইলিশ মাছ ভাজা, পুটি মাছ ভাজা, কচুশাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না, শাপলা সহ নানান পদ। সকাল থেকেই ভক্তদের ভিড় জমতে শুরু করেছে রাজবাড়ি প্রাঙ্গণে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজারো মানুষের সমাগমে উপচে পড়বে রাজবাড়ির চত্বর। ভক্তদের আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে উঠছে পরিবেশ। নিরাপত্তার জন্য পুলিশ কর্মীরাও মোতায়েন রয়েছেন। ধর্মীয় ভক্তি, প্রাচীন ঐতিহ্য আর আচার-অনুষ