গড়বেতা ৩: শালবনী বিধানসভা কেন্দ্রের পাথরপাড়াতে SIR ক্যাম্পের আয়োজন তৃণমূলের,উপস্থিত ব্লক সভাপতি
সারা রাজ্যে জুড়ে শুরু হয়েছে SIR, অন্যদিকে রাজ্য তৃণমূলের পূর্বঘুষিত কর্মসূচি অনুযায়ী সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাথরপাড়াতে তৃণমূলের তরফ থেকে ক্যাম্পের আয়োজন করা হয়,এই দিন ক্যাম্পে আসা সাধারণ মানুষের SIR সম্পর্কিত বিভিন্ন খতিয়ে দেখার পাশাপাশি SIR এর ফ্রম পূরণের কাজও করেছেন তৃণমূল কর্মীরা, উপস্থিত ছিলেন ব্লক সভাপতিসহ একাধিক তৃণমূল নেতৃত্ব।