খড়গপুর ১: খেলাড় এলাকায় বিজয়া সম্মেলনী তৃণমূলের, ২০২৬ এর জন্য প্রস্তুতির আহ্বান
খেলাড় এলাকায় তৃণমূলের বিজয়া সম্মিলনী আয়োজন করা হলো রবিবার বিকেলে। আগামী ২০২৬ এর নির্বাচনের আগে এই সম্মিলনীর সভা থেকে সমস্ত স্তরের কর্মীদের এক হয়ে এগিয়ে চলার আহ্বান জানানো হয়েছে। সম্মানিত করা হলো স্থানীয় স্তরের গুণীদের।