চুঁচুড়া-মগরা: চুঁচুড়ায় বন্দেমাতারাম ভবন ঘুরে দেখলেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বন্দেমাতারাম ভবন ঘুরে দেখলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। এদিন চুঁচুড়ার একাধিক ঐতিহাসিক নিদর্শন গুলি ঘুরে দেখেন সুপ্রিম কোর্টের বিচারপতি এন কোটেশ্বর সিং। দুপুরে পৌঁছান চুঁচুড়ার জোড়া ঘাটে অবস্থিত বন্দেমাতারাম ভবনে। সেখানে তাকে সংবর্ধিত করেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান। পরে তাকে বন্দেমাতারাম ভবন ঘুরিয়ে দেখান।