পানিসাগর: আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান,হর ঘর স্বদেশী দ্রব্য সংকল্প অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিজেপির পানিসাগর মন্ডল কার্যালয়ে
আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান,হর ঘর স্বদেশী দ্রব্য সংকল্প এবং শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিজেপির পানিসাগর মন্ডল কার্যালয়ে । সভাপতিত্ব করেন মন্ডল সভাপতি শ্রী বিবেকানন্দ দাস, উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী বিনয় ভুষণ দাস, উত্তর জেলার সহ-সভাপতি শ্রী ধনঞ্জয় নাথ, সাধারণ সম্পাদক শ্রী জয়জিৎ শর্মা, সম্পাদক শ্রী অমিত দত্ত সহ অন্যান্য সকল স্তরের কার্যকর্তাগণ ।