তমলুক: জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে আজ নিমতৌড়িস্থিতDMঅফিসের সভা কক্ষে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলন,উপস্থিত DPSC চেয়ারম্যান
পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িস্থিত DM অফিসের সভা কক্ষে আজ অনুষ্ঠিত হল জেলা প্রাথমিকশিক্ষা সংসদের বিজয়া সম্মেলন। উপস্থিত ছিলেন DPSCর চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারি সভাধিপতি সুহাসিনী কর,জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস,শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য,বিশিষ্ট সমাজসেবী অসিত ব্যানার্জী,চঞ্চল খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবী গন