ঝাড়গ্রাম: আমলাডাংড়িতে মহিলাকে মারধর করে চোখ নষ্ট করার ঘটনায় প্রতিবেশী যুবকের সাজা ঘোষণা করল ঝাড়গ্রাম আদালত
সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকে পড়েছিল প্রতিবেশী যুবক। প্রতিবাদ করায় লাঠি দিয়ে মেরে একটি চোখ নষ্ট করে দেয় মহিলার। ঘটনায় দোষী সাব্যস্ত যুবককে ছয় বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল ঝাড়গ্রাম জেলা আদালত ।বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম আদালত নয়াগ্রাম থানার আমলাডাংড়ি গ্রামের বাসিন্দা শ্যামলাল হাঁসদাকে ছয় বছর সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকার জরিমানার সাজা ঘোষণা করেছে। ২০২২ সালের নয়াগ্রাম থানার ঘটনা।