সাঁইথিয়া: সাঁইথিয়া শহরে ফিতে কেটে কালীপুজোর উদ্বোধন করলেন সাঁইথিয়ার পৌরপিতা বিপ্লব দত্ত
আজ সোমবার আনুমানিক রাত্রি আটটা নাগাদ বীরভূম জেলার সাঁইথিয়া শহর পালিত হচ্ছে কালীপুজো আজ সাঁইথিয়া শহরের একটি কালীপুজো মন্ডপে ফিতে  কেটে উদ্বোধন করলেন সাঁইথিয়ার পৌর পিতা বিপ্লব দত্ত। এছাড়াও ছিলেন পুজো কমিটির সদস্যরা এবং বিশিষ্ট জনেরা