বেগুন তুলতে গিয়ে ভাইয়ের হাতে খুন! জলঙ্গীতে পারিবারিক রেষারেষিতে চাঞ্চল্য সাতসকালের বেগুনকে কেন্দ্র করে তীব্র পারিবারিক বিবাদের জেরে বড় ভাই খুন হলেন ছোট ভাই ও ভাইপোর হাতে—এমনই রোমহর্ষক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গী থানার বিধুপুর কলোনিপাড়ায়। সূত্রের খবর, বাড়ির পাশের ছাতা রঙের বেগুন গাছ থেকে বেগুন তুলতে গিয়েই শুরু হয় বিবাদ। সেই সময় ছোট ভাইয়ের কোপে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বড় ভাই। এরপর ভাইপোর পরপর আঘাতে মৃত্যু হয় বলে এলাকাবাসীর