যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে অশান্তির মামলায় তদন্ত আরও গভীর করল বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের আর্থিক লেনদেনে আপাতত রাশ টানা হয়েছে। শনিবার দুপুর দুটো নাগাদ এসআইটি সূত্রে খবর অনুযায়ী, শতদ্রু দত্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।