সাব্রুম: রূপাইছড়ি ব্লকের অধীনে পশ্চিম লুধুয়া এডিসি ভিলেজে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়
রূপাইছড়ি ব্লকের অধীনে পশ্চিম লুধুয়া এডিসি ভিলেজে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়।৪ জুন বিকাল ৪ ঘটিকায় এই সভা অনুষ্ঠিত হয়েছে।এই বিশেষ গ্রাম সভায় পশ্চিম লুধুয়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বেনিফিসারীগন সামিল হয়।পশ্চিম লুধুয়া এডিসি ভিলেজের বিভিন্ন সুবিধাভোগী বেনিফিসারীদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়েছে।প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টন,মৎস্য দপ্তর,বন দপ্তরের বিভিন্ন সুবিধা প্রদান সহ সরকারী নানা প্রকল্পের কথা তুলে ধরা হয়