কোচবিহার ২: বদলি হলো কোচবিহারের পুলিশ সুপার, "সত্যের জয় হল"কোচবিহারে বললেন বিজেপি বিধায়ক
বদলি হলো কোচবিহারের পুলিশ সুপার। উল্লেখ্য দীপাবলীর রাতে একটি বাজি বিতর্কে নাম জড়িয়ে পড়ে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের। এরপরেই তড়িঘড়ি পুলিশ সুপারকে বদলি করে কুচবিহার জেলার নতুন পুলিশ সুপারের নাম ঘোষণা হলো। কোচবিহারের পুলিশ সুপার হচ্ছেন সন্দীপ কাররা। এ প্রসঙ্গেই এদিন কোচবিহারে বিজেপি বিধায়ক বলেন সত্যের জয় হল। তিনি এদিনে প্রসঙ্গে কি কি বলেছেন শুনে নেব