বিনপুর ১: লালগড় রেঞ্জে ১০ টি হাতির গতিবিধি প্রকাশ করল বনদপ্তর
লালগড় রেঞ্জে হাতির গতিবিধি প্রকাশ করল বনদপ্তর , বনদপ্তরের পক্ষথেকে শনিবার লালগড় রেঞ্জে ১০ টি হাতির গতিবিধি প্রকাশ করা হয়। এলাকার মানুষ জনদের সতর্ক থাকতে বলা হয় বনদপ্তরের পক্ষথেকে। জঙ্গলে প্রবেশ করতে বারন করার পাশাপাশি জঙ্গলে আগুন লাগাতে নিষেধ করা হয় বনদপ্তরের পক্ষথেকে। হাতি ও মানুষের সংঘাত এড়াতে তৎপর বনদপ্তরের পক্ষথেকে লালগড় রেঞ্জের হাতির গতিবিধি প্রকাশ করা হয় ।