মানবাজার ২: মানবাজার দু'নম্বর ব্লকের বিভিন্ন সরকারি প্রকল্প পরিদর্শনে নবনিযুক্ত জেলাশাসক কোন্ঠাম সুধীর
মানবাজার দু'নম্বর ব্লক বিভিন্ন সরকারি প্রকল্প ও শুশুনিয়া একলব্য মডেল স্কুল পরিদর্শনে এলেন পুরুলিয়া জেলার নব নিযুক্ত জেলাশাসক কোন্ঠাম সুধীর।বুধবার বেলা ১২ টা থেকে মানবাজার দু নম্বর ব্লকের কুমারী গ্রাম পঞ্চায়েতের SWM প্রজেক্ট ও পরবর্তীকালে শুশুনিয়া একলব্য মডেল স্কুলের বিভিন্ন পরিকাঠামোগত বিষয়গুলি খতিয়ে দেখেন জেলা শাসক।পরিদর্শনে সাথে ছিলেন মানবাজার মহকুমা শাসক মানজার হোসেন আঞ্জুম,মানবাজার দু নম্বর ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকেরা।