চাঁচল ১: চাঁচলে বিধ্বংসী আগুনে ভস্মীভূত তিন পরিবারের ঘরবাড়ি, সব কিছু পুড়ে ছাই
আগুনে ভস্মীভূত হল তিনটি পরিবারের তিনিটি শোওয়ার ঘর। সোমবার তিনটা নাগাদ ঘটনাটি ঘটেছে চাঁচল থানার খুড়িয়াল গ্রামে। চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানাগেছে, ওই এলাকার বাজো বেওয়া,ছবি বেওয়া ও তসলিমুদ্দিনের বাড়িতে আগুনের ঘটনাটি ঘটে। বাড়িতে মজুত আসবাবপত্র সহ সমস্ত কিছু পড়ে নষ্ট হয়েছে।এমনকি কিছু টাকাও পুড়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি।