কাঁকসা: আতশবাজি বিক্রি করার ক্ষেত্রে কাঁকসা বুদবুদ থানায় ভিন্ন নিয়ম কেন? প্রশ্ন তুলে কাঁকসার ACP কে ডেপুটেশন BJP-র
কাঁকসা:- গত কয়েকদিন ধরে পানাগড়ে ও কাঁকসার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কাঁকসা থানার পুলিশ বেআইনিভাবে মজুদ করা বিপুল পরিমাণে শব্দ বাজি ও আতশবাজি বাজেয়াপ্ত করে। কিন্তু অপর প্রান্তে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বুদবুদ থানার বিভিন্ন এলাকায় এবং বুদবুদ বাজারে চলছে আতশবাজি বিক্রি। কাঁকসা এবং বুদবুদ থানার দায়িত্বে রয়েছেন কাঁকসার এসিপি। একদিকে যখন কাঁকসা থানার পুলিশ বেআইনিভাবে আতশবাজি বিক্রি রুখতে অভিযান চালাচ্ছে।অন্য থানায় ভিন্ন ছবি।