ধূপগুড়ি: মেটেলি থানার কালীপুজোর উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গনপথ
মেটেলি থানার কালীপুজোর উদ্বোধন করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গনপথ। পাশাপাশি এদিন মাটিয়ালী ব্লকের বিভিন্ন এলাকার শতাধিক দুস্থ ব্যক্তিকে কম্বল দেওয়া হয়েছে। সাংবাদিকদেরকেও এদিন কালীপুজোর উপহার প্রদান করেন জেলা পুলিশ সুপার। এদিন মেটেলি থানা চত্বরে থাকা কালীমন্দিরের ফিতে কেটে কালীপুজোর সূচনা করেন জেলা পুলিশ সুপার। কালীপুজো ও দীপাবলি উপলক্ষে সকলকে শুভেচ্ছাও জানান তিনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার গ্রামীণ।