কেতুগ্রাম ১: কেতুগ্রামের আনখোনায় সর্বজনীন দুর্গাপুজোর উদ্ধোধন করা হল, উপস্থিত সাংসদ ও বিধায়ক
কেতুগ্রামের আনখোনায় রবিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ সর্বজনীন দুর্গাপুজোর উদ্ধোধন করা হল। ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন সাংসদ অসিত মাল। সঙ্গে ছিলেন বিধায়ক শেখ শাহনওয়াজ সহ অনান্যরা। জানা গিয়েছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ফলতো এই পুজো করার জন্য ক্লাবগুলিকে অনুদান দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই এরজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দেন সাংসদ।