বালি-জগাছা: হাওড়া টিকিয়াপাড়া কারশেডে রেল ট্র্যাকে জল জমে থাকার কারণে সমস্যায় সমস্যা রেল যাত্রীরা
বৃষ্টির কারণে দাঁড়িয়ে থাকা বন্দে ভারত এক্সপ্রেস গুলি হাওড়া স্টেশন থেকে দেরিতে ছেড়ে গেছে। রেল সূত্রে খবর, হাওড়ায় এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস সকাল আটটা চল্লিশ মিনিটে এবং হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস সকাল 8:56 মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে যায়। এছাড়াও সকাল ছটা চল্লিশে গণদেবতা এক্সপ্রেস, সাতটা তিরিশে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এবং ৭:৪৪ মিনিটে রাঁচি শতাব্দী এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়ে।