কলকাতা: রাজ্য সরকারি আধিকারিকদের হুমকি দিচ্ছে নির্বাচন কমিশন : নবান্নে বিস্ফোরক অভিযোগ মমতার
রাজ্য সরকারি আধিকারিকদের হুমকি দিচ্ছে নির্বাচন কমিশন, বিস্ফোরক অভিযোগ মমতার। পুজোর পরপরই অসম থেকে আবারও এনআরসি-র নোটিস আসতে শুরু করেছে। আমাদের রাজ্যের নদিয়া জেলায় ইতিমধ্যেই দুইজন নাগরিক এমন নোটিস পেয়েছেন। এস আই আর ইস্যুতে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।