গঙ্গারামপুর: গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দুর্গা পুজোর থিম "সময়ের তালে তালে বদলায় অনুভূতি "
গ্রাম বাংলার হস্তশিল্প,বাঁশের ও মাদুরের কারুকার্যের মাধ্যমে দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করে চমক দিতে চলেছে গঙ্গারামপুরের ফুটবল ক্লাব। এমনি দৃশ্য দেখা গেলো সোমবার দুপুর ৩ টা নাগাদ গঙ্গারামপুর ফুটবল মাঠে।৪৮ তম বর্ষে গঙ্গারামপুর ফুটবল ক্লাবের এবারের পুজোর থিম "সময়ের তালে তালে বদলায় অনুভূতি " প্রাকৃতিক সম্পদ বাঁশ ও মাদুরের নিখুদ কারুকাজের তৈরি হচ্ছে প্যান্ডেল।