ধর্মনগর: দামছড়া থানাধীন দশরথ সেতু সংলগ্ন নাকা পয়েন্টে যানবাহন তল্লাশির সময় ২৬গ্রাম হেরোইন সহ ধৃত দুই
দামছড়া থানাধীন ত্রিপুরা-মিজোরাম সীমান্তের দশরথ সেতু সংলগ্ন নাকা পয়েন্টে যানবাহন তল্লাশির সময় পুলিশ একটি MZ08 6602 নম্বরের স্কুটি আটক করে স্কুটির ভিতর থাকা টুলবক্স থেকে দুটি সাবানের বাক্সে মোট ২৬ গ্রাম হেরোইন সহ ওই দুই জন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ।