ধর্মনগর: বাগবাসা ভিলেজ নলেজ সেন্টারে কৃষকদের নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়
বাগবাসা বিধানসভার জয়থাং এডিসি ভিলেজের কৃষকদের নিয়ে একটি বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় ন্যাচারাল ফার্মিং এর উপর এবং কৃষকদের মধ্যে ১০০ টি জলের বাকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাগবাসা ভিলেজ নলেজ সেন্টারে উপস্থিত বিধায়ক যাদব লাল দেবনাথ সহ অনান্যরা।